রাসেল আহমেদ, সাংবাদিক, বিডিসি নিউজ৭১│
চট্টগ্রামের চান্দগাঁও খলিফাপাড়া শফি মুন্সী জামে মসজিদের সম্প্রসারণ ও উন্নয়ন কার্যক্রমে ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী এবং চট্টগ্রাম উন্নয়ন পরিষদ ইউএই–এর প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক। তাঁর এই আর্থিক সহায়তা মসজিদের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
গত শুক্রবার (২৮ নভেম্বর) খলিফাপাড়া এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করে তাকে বরণ করে নেন স্থানীয় জনসাধারণ ও মসজিদ কমিটি। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইয়াকুব সৈনিক শুধু প্রবাসে ব্যবসায়িক সফলতা অর্জন করেননি, বরং মানবিকতা, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে অসামান্য অবদান রেখে আসছেন।

সংবর্ধনা শেষে অনুভূতি প্রকাশ করে আলহাজ্ব ইয়াকুব সৈনিক বলেন—
“খলিফাপাড়া আমার জন্মভূমি, এখানেই আমার শেকড়। এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে পারা আমার জন্য গর্বের বিষয়। মসজিদ আল্লাহর ঘর—এখানে দান ও সেবা করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে আল্লাহর বিশেষ অনুগ্রহ।”
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক মানিক বলেন—
“ইয়াকুব সৈনিক বহু বছর ধরে ধর্মীয়, সামাজিক ও মানবিক উদ্যোগে সহযোগিতা করে আসছেন। এই অনুদান মসজিদের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পকে আরও গতিশীল করবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সেক্রেটারি কে এম জসিম উদ্দিন, সমাজসেবক ডা. সেলিম, ব্যবসায়ী সালেহ জহুর, মো. মহসিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের উদার উদ্যোগ ভবিষ্যতেও সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণে ইতিবাচক প্রভাব রাখতে সক্ষম হবে।