নওগাঁ প্রতিনিধি : সরিফুল নেতা নামে এলাকায় সকলের কাছে বেশ পরিচিতি তার। যার হাত থেকে রক্ষা পাননি আপন মামা রোস্তম আলি। আজ থেকে ৫ বছর আগে কাজ করেছেন অন্যের বাড়ি বাড়ি। একদিন অন্যের বাড়িতে কাজ না করলে যার পরিবারকে না খেয়ে থাকতে হতো অথোচো মাত্র ৫বছরের ব্যাবধানে হয়ে গিয়েছেন অর্ধোকুটি টাকার মালিক।
আর এই সুযোগটি হয়েছে নওগাঁ জেলার ধামর হাট উপজেলাধীন আগ্রাদ্বিগুন বর্তমান ইউ,পি চেয়ারম্যান সালে উদ্দিনের চামচামো করার সুবাদে।
তার এই ভয়ংকর থাবা থেকে রক্ষা পাননি আপন মামা রোস্তম আলিও।
মামার কাছে কৈশলে ধার নিয়েছেন ৫০০০০ (পঞ্চাস হাজার) টাকা।
পরোক্ষনে মামা রোস্তম আলি ধারের টাকা ফেরোৎ চাইলে গ্রামের হোমড়া চোমড়া ২-৪ জন কে নিয়ে গিয়ে মামা রোস্তম আলির ক্রয় করা ৩৭ শতাংশ জমির ভাগ চায় সরিফুল নেতা।