ষ্টাফ রিপোর্ট : নওগাঁ জেলার পত্নীতলা উপজেলাধীন শিহাড়া ইউনিয়নে অবস্থিত ৩৫০০একর সম্পত্তিতে গড়ে তোলা হয়েছে সরকারি বনায়ন যার নাম “বনবিট পাইকবান্দা রেঞ্জ।
গত ৯/৩/২০২১ তারিখ সকাল ৬টায়
আগ্রাদিগুন ছোয়া-মিলে ১ গাড়ি আকাশমনি সরকারি কাঠের গাড়ি দেখে এলাকাবাসীর সন্দেহ হলে ওই গাড়ীতে থাকা কাঠ নিয়ে কথোপকথন শুরে হলে সেখানে দূর্ত চলে আসেন শিহাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মো: সাদেকুল ইসলাম এবং কাঠ গুলান নিয়ে চলে আসেন।
এই সংবাদ পেয়ে আমরা চলে আসি আগ্রাদিগুন সোয়া-মিল গুলোতে এবং যে মিলে সরকারি কাঠ রাখা ছিলো তার আশপাশের মিল মালিকদের সাথে কথা বলে জানতে পারি এই সাদেকুল মেম্বার প্রায় রাতে কাঠ নিয়ে আসে এই মিলে আর তা গভীর রাতে ফাঁড়িয়ে ফেলে। তৎখনাত আমরা চলে যায় সাদেকুল মেম্বারের বাড়ীতে। কিন্তুু আমরা তার বাড়ির মদ্ধে প্রবেশ করতে ব্যর্থ হয়। তথন আমরা তার বাড়ির পিছনে লক্ষ করে দেখি অসখ্য আকাশ মনি কাঠ। তখন আমরা তার আপন ভাই সফিকুল ইসলামের রাড়িতে গিয়েও দেখি অসখ্য কাঠ।
এ বিষয়ে সাদেকুল মেম্বারের কাছ থেকে জানতে চাইলে তিনি বলতে পারেননী কোথায় পেয়েছেন এই কাঠ। আর ৯ তারিখে সোয়া-মিলে যে কাঠ গুলান পাওয়া গিয়েছিল সেগুলান কার।