বিডিসি নিউজ৭১ ডেস্ক ::: প্রিয় দর্শক, ভিডিওটিতে ময়লা আর্বজনার ট্রাক চালক হিসেবে যাকে দেখতে পাচ্ছেন তিনি আসলে কোন ট্রাক ড্রাইভার না, তিনি একজন মেয়র, হ্যাঁ ঠিকই শুনেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার পৌর মেয়র। আর তিনি এভাবেই পৌর বাসীর সেবাই বিভিন্ন সময় কখনো নিজে ড্রেনের মধ্যে নেমে নিজ হাতে ড্রেনের ময়লা পরিষ্কার করেন আবার কখনো ইট, বালু, সিমেন্ট মাথায় নিয়ে শ্রমিকদের সাথে কাজ করেন, কখনো নিজ হাতে মশা মারার বিষ স্প্রে করে বেড়ান মহল্লায় মহল্লায় আবার কখনো কখনো নিজেই ময়লা আর্বজনার ট্রাক চালিয়ে রোড এর পাশে পড়ে থাকা ময়লা আর্বজনা উঠিয়ে নিজেই পরিষ্কার করেন। তিনি কাজকে কখনো ছোট মনে করেন না এবং নিজেকে সবসময়ই মেয়র হিসেবে নয় পৌরসভার একজন সেবক হিসেবে ভাবতে পছন্দ করেন। ওনার মতো সেবক মেয়র যদি বাংলাদেশের সব জেলাতে হতো তাহলে বাংলাদেশ আজ সোনার বাংলায় রুপান্তরিত হতো ইনশাল্লাহ্ ।
ভিডিও লিংক – https://www.youtube.com/watch?v=mUMWI46tZEI