আরিফুল ইসলাম : মানবিক ফাউন্ডেশন প্রিয় শহর চুয়াডাঙ্গার উদ্যোগে ফটো কনটেস্ট ২০২৩ এ বিজয়ীদের কে পুরুস্কৃত করা হয়। শনিবার সকাল ১০ টার সময় চুয়াডাঙ্গা পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফটো কনটেস্টে প্রথম স্থান অধিকারীর হাতে পুরস্কার তুলে দেন ফয়সাল আহমেদ অন্তর। দ্বিতীয় স্থান অধিকারীর হাতে পুরস্কার তুলে দেন মানবিক ফাউন্ডেশন প্রিয় শহর চুয়াডাঙ্গার প্রধান এডমিন যুবরাজ। তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর হাতে পুরস্কার তুলে দেন গ্রুপের
এডমিন মৌটুসী আক্তার মৌও ও আফরিন। এসময় আরো উপস্থিত ছিলেন ইমন, আল
হাসিব, আহওসান হাবিব সিফাত, বন্নি, মাহফুজ, জুলেখা, লাবনি, বিথী সহ গ্রুপের সকল এডমিন মডারেটর গণ। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান জনমানুষের বন্ধু আসন্ন নির্বাচনের নৌকা মনোনয়ন প্রার্থী মিনিস্টার মাইওয়ান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ রাজ্জাক খান রাজ।
প্রধান অতিথির বক্তব্যে ফায়সাল আহমেদ অন্তর বলেন, মানবিক ফাউন্ডেশন প্রিয় শহর চুয়াডাঙ্গা একটি মানবিক সংগঠন। আমি দেখেছি এই সংগঠনটি গরিব দুঃস্থ অসহায় মানুষদের পাশে থাকে এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। দোয়া করি এই সংগঠন যেন আরো অনেক বড় হয় এবং মানবিক কাজগুলো গুরুত্বের সাথে করে থাকে।
গ্রুপের আগামী দিনগুলো নিয়ে প্রধান এডমিন যুবরাজ খান বলেন, আমি এবং আমার টিম কঠোর পরিশ্রম করে যাচ্ছে গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। এবং আমাদের সাথে সমাজের অনেক মানবিক ব্যক্তিবর্গগণ যুক্ত হচ্ছে। ইনশাআল্লাহ আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো তবে যদি সমাজের মানবিক মানুষগুলো আমাদের পাশে থেকে অসহায়দের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের পথ চলা আরো সহজ হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আরিফুল ইসলাম।