বিশেষ প্রতিবেদক ::: গত ১২ নভেম্বর, ২০২০ ইং তারিখে জার্মান ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান বায়ার ক্রপসায়েন্স লিমিটেড এর নিজস্ব হাইব্রিড ‘তেজ গোল্ড’ ধান বীজ ২২২ জন প্রান্তিক চাষীর মাঝে তিন কেজি হারে মোট ৬৬৬ কেজি ধান বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করা হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে মেসার্স জমির ট্রেডার্স এর সামনে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তালহা যুবায়ের মাশরুর এবং বায়ারের প্রতিনিধি হিসেবে ছিলেন কুষ্টিয়া রিজিওনের সম্মানিত রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মোঃ মতিনুর রহমান, চুয়াডাঙ্গা টেরিটোরির টেরিটোরি অফিসার কৃষিবিদ নাফিস মাহদী বসুনিয়া। স্বাগত বক্তব্যে জনাব কৃষিবিদ মোঃ মতিনুর রহমান বলেন, বায়ার ক্রপসায়েন্স সবসময়ই কৃষকের জন্য চিন্তা করে এবং সহযোগিতা করে। করোনা কালে দেশের প্রান্তিক চাষীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে সম্পূর্ণ বিনামূল্যে প্রতি জন চাষীকে তিন কেজি হারে বীজ বিতরণ করছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তালহা যুবায়ের মাসরুর বলেন, বাংলাদেশ সরকার কৃষিতে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। কৃষি মন্ত্রণালয় কৃষকের জন্য বিভিন্ন ভর্তুকি দিচ্ছে। কৃষকদেরকে সহযোগিতা করতে বায়ারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা চাই, আপনারা এই ধান চাষ করে উপকৃত হোন।
#বিডিসি_নিউজ৭১/
#BDC_News71/