আজ মঙ্গলবার ⮞ ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ⮞ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
  • ফরিদপুর বোয়ালমারীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পক্ষে পাঁচ শতাধিক কম্বল বিতরণ
  • পবিত্র কুরআনের হাফেজ হলেন ১০ বছরের শিশু ফাহমিদা জান্নাত ইভা
  • চুয়াডাঙ্গাতে ১০ বোতল বিলাতি মদ সহ ০১ জন আসামী আটক
  • লামায় ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
  • আলমডাঙ্গার চিৎলায় শান্তি ও উন্নয়ন সমাবেশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • যশোরের শার্শায় সড়ক দৃর্ঘটনায় নিহত১
  • চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-পাখিভ্যান মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
  • দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন এপেক্স কমিটির অর্ধ বার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত
  • প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ওষুধ, থেরাপি, সাধারন চিকিৎসা, অন্তর্ভুক্তিমুলক স্বাস্থ্য ও পূণবার্সন সেবা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত।
  • আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
  • ফেসবুক গ্রুপ ‘ চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদ ’ এর চড়ুইভাতি পিকনিক অনুষ্ঠিত

    চুয়াডাঙ্গা প্রতিনিধি ::: ‘ ভাষায় আঞ্চলিকতা দোষের নয়, আমাদের ভাষার হবে না ক্ষয় ’ এ স্লোগানকে বুকে লালন করে গত ১২ অক্টোবর ২০১৯ ইং শনিবার দিনব্যাপী জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী জমিদারবাড়িতে ফেসবুক ভিত্তিক গ্রুপ আঞ্চলিক ভাষা চর্চার সংগঠন চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদ এর চড়ুইভাতি পিকনিক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিলো সকালে নাস্তা, আঞ্চলিক ভাষায় বক্তব্য, সকলের পরিচিতি পর্ব , সাপের খেলা, দুপুরের খাবার, যাদু খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারি।

    ভাষা ভাব প্রকাশের মাধ্যম। পৃথিবীর বিভিন্ন অঞ্চল বা ভূ-খন্ডে বসবাসরত মানুষ ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে। আবার স্থানীয় রীতি-নীতি, আচার-আচরণ ও পরিবেশগত কারণে এলাকাভেদে একই ভাষায় ব্যবহৃত ও প্রচলিত শব্দ, শব্দের অর্থ ও উচ্চারণগত পার্থক্য লক্ষ্য করা যায়। বাংলা ভাষাও এর ব্যতিক্রম নয়। বাংলাভাষী জনগণের অঞ্চলভেদে বাকভঙ্গির কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কোন ভাষাকে আশ্রয় করে সীমিত পরিসরে ব্যবহৃত শব্দ বা বাক্যসমূহই আঞ্চলিক ভাষা হিসেবে চিহ্নিত।

    ভাষাতাত্ত্বিকগণের কাছে আঞ্চলিক ভাষার বিশেষ গুরুত্ব রয়েছে। ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেছেনঃ ভাষাতত্ত্বের অনেক জটিল সমস্যার সমাধান আঞ্চলিক ভাষার সাহায্যে হতে পারে। আঞ্চলিক ভাষাকে ভিত্তি করে রাজনৈতিক, ধর্মীয় বা সাহিত্যিক প্রভাবে সাহিত্যের ভাষা গড়ে ওঠে। আঞ্চলিক ভাষাগুলোর মধ্যেই সাহিত্যিক ভাষার ইতিহাস বজায় থাকে।
    চুয়াডাঙ্গা এলাকার সাধারণ মানুষের মুখের ভাষায় রয়েছে উচ্চারণ সচেতনতা ও শব্দ প্রয়োগে ঔচিত্যবোধ। সেজন্য এ ভাষা প্রসাদগুণ সম্পন্ন ও সুষমামিন্ডিত। এ অঞ্চলের মুখের ভাষার গতি সাবলীল ও বিশিষ্ট বাগভঙ্গী খুবই জীবন্ত ও হৃদয়গ্রাহী। গত কয়েক শতাব্দী ধরে ভাগীরথী নদীর উভয় তীবরর্তী অঞ্চলের সাধারণ মানুষের মুখের ভাষার ধ্বনি, রুপমূল, উচ্চারণ ও ব্যাকরগত কাঠামোর সৌসাম্য সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চলের উপর প্রভাব বিস্তার করে আসছে। এ অঞ্চলের ভদ্র ও শিক্ষিত সমাজে ব্যবহৃত কথ্য ভাষার উপর ভিত্তি করে গড়ে ওঠা চলিত ভাষা সমগ্র বাঙালি জাতির মৌখিক ভাষা হিসেবে মান্যতার সঙ্গে অনুসৃত হচ্ছে। নিঃসন্দেহে বলা যায়, চুয়াডাঙ্গা এলাকার গৌরবান্বিত এ উপভাষা চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ সম্পদ। চুয়াডাঙ্গা জেলার মানুষ মোটামুটি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলেন। এখানকার আঞ্চলিক ভাষা তাই বাংলা ভাষারই অংশবিশেষ। তথাপি চুয়াডাঙ্গার কথ্য ভাষায় বাক্য ও উচ্চারণগত এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা অন্যত্র দেখা যায় না। এখানে এমন কিছু শব্দ শোনা যায়, যা বাংলাভাষী আর কোন জায়গাতেই প্রচলিত নয়। এসব শব্দ ও কাব্য-সম্ভারই চুয়াডাঙ্গার আঞ্চলিক ভাষা, যা যুগ-যুগ ধরে এখানকার কথ্যভাষাকে প্রাণবন্ত করে রেখেছে। আর তাই চুয়াডাঙ্গার আঞ্চলিক ভাষাকে আরো উজ্জবীত করতে উক্ত চড়ুইভাতি পিকনিককে কেন্দ্র করে সকাল থেকেই সদস্যরা উপস্থিত হতে থাকেন। যতো বেলা গড়াই ততোই সদস্যদের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের আগেই সকল সদস্যের পদচারণায় অনুষ্ঠানের অন্যরকম আমেজ লক্ষ্যে করা যায়। যেন এক মিলন মেলায় রূপ নেয়। উপস্থিত অনেকেই অভিন্নভাবে বক্তব্য দিতে গিয়ে বলেন, আঞ্চলিক ভাষা চর্চা করা দোষের কিছু নাই, বরং গৌরবের। আঞ্চলিকতা ভুলে গেলে আপনি আপনার শেখড় ভুলে যাবেন। তাই আসুন আমরা বেশি বেশি আঞ্চলিক ভাষা চর্চা করি। এডমিন মডেরেটরদের আতিথিওতায় মুগ্ধ হয়ে উপস্থিত সদস্যরা বলেন সাপ খেলা যেমন গ্রামীণ ঐতিহ্যের কথা মনে করে দিয়েছে, ঠিক তেমনই যাদু খেলা অনুষ্ঠানের ভীন্নতা সৃষ্টি করেছে। আর আঞ্চলিক ভাষার বক্তব্য যখন শুনছিলাম তখন মনে হচ্ছিলো নিজ গ্রামের মানুষের কথা শুনছিলাম। তাই মাঝে মধ্যেই এ ধরনের আয়োজন করলে আঞ্চলিকতা অখুন্ন থাকবে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয় আমাদের আঞ্চলিক ভাষা যেন হারিয়ে না যায়, তাই এই সংগঠন সৃষ্টি করা। কারণ এখানে সদস্যরা মনখুলে আঞ্চলিক ভাষা চর্চার করার সুযোগ পাচ্ছে। সবশেষে এরকম আরো অনুষ্ঠান করার আশা ব্যক্ত করে এবং গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

    Total Page Visits: 1984 - Today Page Visits: 2

    বিশ্বজুড়ে করোনাভাইরাস

    বাংলাদেশে

    আক্রান্ত
    সুস্থ
    মৃত্যু

    বিশ্বে

    আক্রান্ত
    সুস্থ
    মৃত্যু

    Recent Posts