স্টাফ রিপোটারঃ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং কমিউনিটি ক্লিনিক এর প্রতিনিধি পিতামাতা ও পরিচযাকারী এবং এসএইচজি সদস্যদের অংশগ্রহনে ঔষুধ, থেরাপী, সাধারন চিকিৎসা, অন্তভৃক্তিমূলক স্বাস্থ্য ও পূনর্বাসন সেবা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ৫ নভেম্বর বেলা ১১ টার সময় আবাদ মিটিং রুমে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে সিডিডি র সহযোগিতায় এলএফ নেডারল্যান্ড এর আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী ও প্রোগ্রাম ফোকাল সাইদুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন, চুয়াডাঙ্গা ডা: সাজ্জাৎ হাসান তিনি বলেন বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী প্রতিবন্ধীসহ সকল পর্যায়ের প্রতিবন্ধীদের সাথে নিয়ে আমরা উন্নয়নে পথে এগুতে চাই। প্রতিবন্ধীদের প্রতিভা, মেধা এবং অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা ভূমিকা রাখতে চাই। তাদেরকে করুনা এবং দয়া নয়, নাগরিক অধিকার প্রাপ্তিতে সরকার সদা সচেষ্ট। আমরা তাদের সর্বোত্তম সুরক্ষায় অঙ্গীকারাবদ্ধ। কোন স্বার্থান্ধগোষ্ঠী বা সংগঠন নিজেদের সুবিধা অর্জনের জন্যে যাতে প্রতিবন্ধীদের ব্যবহার করে ভিক্ষাবৃত্তিতে নামাতে না পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকার সবাইকে ভাতা প্রদান করছে। তাদের চাকরি ও আয়মুখী কাজে প্রশিক্ষণ এবং দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। তিনি আরো বলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ সরকারী সকল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিস্ঠান থেকে সকল সেবা প্রতিবন্ধীদের জন্য গুরুত্ব সহকারে প্রদানের অঙ্গিকার করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার সিভিল সার্জন অফিস চুয়াডাঙ্গা ডা: সাজিদ হাসান শোভন, মোতাহারুননেছা সদ্যজাত শিশু হাসপাতাল এর ম্যানেজার রইচউদ্দিন, ইম্প্যক্ট ফাউন্ডেশন এর সদর উপজেলা ম্যানেজার খাইরুল ইসলাম, উম্মক্ত আলোচনায় অংশগ্রহন করেন ভিমরুল্লা সিআরসিডি সেন্টারের সভাপতি শরিফা খাতুন. বেলগাছী সিআরসিডি সেন্টারের সভাপতি আমিরন নেছা, কুলচারা সিআরসিডি সেন্টারের সভাপতি ছানুরা খাতুন, তালতলা সিআরসিডি সেন্টারের সভাপতি বেদেনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার ফিল্ড ফ্যসিলিটেটর আরিফুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সহ-সমন্বয়কারী আসাদুজ্জামান, সার্বিক সহযোগিতা করেন সিবিআর ওয়ার্কার মহিবুল হাবিব। আলোচনা শেষে ২০ জন ক্ষিচুনি আক্রান্ত প্রতিবন্ধীর মাঝে ঔষধ প্রদান করা হয়।