চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন ড. এ. আর. মালিক ইংলিশ স্কুল এন্ড কলেজ এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয় গত ৩০ নভেম্বর ২০১৯ ইং তারিখে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
বিশেষ অতিথি ছিলেন জনাব হাবিবুর রহমান (সাবেক সাংসদ,চুয়াডাঙ্গা-২) ও জনাব এম.আর. ইসলাম, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ।অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য র্যালিটি চুয়াডাঙ্গা শহর প্রদক্ষিন করে।
মূল অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।সংক্ষিপ্ত চমকপ্রদ আলোচনায় সম্মনিত প্রধান অতিথি বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার ঘোষনা দেন। বিদ্যালয়ের উপদেষ্টা জনাব হবিবুর রহমান দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব নূর-ই-আলম মোর্শেদা। তিনি ২০১৯ শিক্ষা বর্ষের অর্জন ও আগামী শিক্ষাবর্ষের পরিকল্পনা নিয়ে অতিথি ও অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় করেন।সবশেষে বিদ্যলয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।