আরিফুল ইসলাম: চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২টার সময় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কালেজের আইসিটি ভবণে ছাত্র-ছাত্রীদের মাঝে জেলার ইনটেনজিবল ও টেনজিবল কালচারাল হ্যারিটেক শীর্ষক অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আবু রাশেদ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ মুন্সি আবু সাইফ। আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি জাহাঙ্গীর আলম মান্না প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলার কালাচারাল অফিসার আল মামুন বিন সালেহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন “প্রথম আলোর” চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সানি।
প্রধান আলোচকের বক্তব্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ মুন্সি আবু সাইফ চুয়াডাঙ্গার নামকরণ, জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ, দর্শনীয় স্থানসমূহ সহ চুয়াডাঙ্গার খুঁটিনাটি বিষয়ে সম্পর্কে ধারণা দেন ছাত্র-ছাত্রীদের মাঝে।
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবু হোসেন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নিজ জেলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সকলের সুস্পষ্ট ধারণা থাকতে হবে, জেলার বাইরে গিয়ে জেলা সম্পর্কে যেকোনো তথ্য যে কাউকে যেন দিতে পারে সেই রকমের জ্ঞান অর্জন করতে হবে।