সোহেল চৌধুরী, স্টাফ রিপোর্টারঃঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের ১ নং ওয়ার্ডের দুধসরা গ্রামে বড় মসজিদ এর ১০০ গজ সামনে বালি বোঝায় ট্রাক্টর এর সাথে মোঃ ইদ্রিস হোসেন (৭৫) নামের এক বাইসাইকেল আরোহী এক্সিডেন্ট করে (২৮শে-জুন) মঙ্গলবার সকাল নয় টার দিকে ঘটনাস্থলেই মারা যায়।নিহতের বাড়ি পৌর শহরের ২ নং ওয়ার্ডের ব্রীজঘাট এলাকায়।ইদ্রিস মিয়া আবাদী জমিতে যাওয়ার পথে দূর্ঘটনার স্বীকার হন।সরেজমিনে গিয়ে জানা যায়,,
সরকারি আশ্রয়ণ প্রকল্পের কাজে ব্যাবহার হওয়া বালির ট্রাক্টর কয়েক দিন ধরে নিয়মিত যাতায়াত করে আসছে।
সরু রাস্তা থেকে ট্রাক্টর যাতায়াত করাতে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন আমরা অনেকবার তাদের নিষেধ করা সত্ত্বেও দ্রুত গাড়ি চালানোর কারণে এই দূর্ঘটনাটা ঘটেছে।জানা যায়,কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ডের জনৈক হারুন মিয়ার ট্রাক্টর।ঘটনাস্থল থেকে ট্রাক্টরের ড্রাইভার পালিয়ে যান।এব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব,মোঃ মঈন উদ্দিন আহম্মেদ জানান,আমরা ট্রাক্টর টি আটক করেছি এবং সড়ক ও পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।