বিশেষ প্রতিবেদক ::: “বন্ধুত্বের বন্ধন থাকুক অটুট ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে এম এ মান্নান রতন জমিদার এর সৌজন্যে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় এসএসসি ৮৮ ব্যাচ প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী ও প্রীতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । গত ১৪ আগষ্ট ২০২০ইং শুক্রবার দিনব্যাপী আলমডাঙ্গা উপজেলার সাত কপাট নামক স্থানে উক্ত ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেন এসএসসি ৮৮ ব্যাচ এর প্রাক্তন শিক্ষার্থী বৃন্দরা । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসসি ৮৮ ব্যাচ এর প্রাক্তন সকল ছাত্র/ছাত্রীগণ । রতন জমিদারের দিক নির্দেশনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাক্তন ছাত্র এ্যাটম ।
এসময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ও রাজনৈতিক ব্যক্তিত্ব শরীফুজ্জামান শরীফ, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান, আলমডাঙ্গা থানার ওসি মোঃ আলমগীর কবির, সাংকৃতিককর্মী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এসএসসি ৮৮ ব্যাচের সকল প্রাক্তন ছাত্র/ছাত্রীবৃন্দ । উক্ত অনুষ্ঠানে আলোচনায় প্রাক্তন ছাত্র/ছাত্রীরা বিভিন্ন জায়গায় কর্মরত সবাই সবার জায়গা থেকে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা তাদের বক্তব্যে বলেন। সেই সাথে মাদকের ভয়াল থাবা থেকে বর্তমান ছাত্র ও যুবসমাজকে কিভাবে রক্ষা করা যায় তা তারা আলোচনা করেন ।
আলোচনায় অতিথিরা আরো বলেন, আমাদের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী শুরু হলো, আর এই ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। আগামীতে যাতে এই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড বলবত থাকে, এজন্য আমাদের সম্মলিতভাবে কাজ করতে হবে । এসময় উক্ত ব্যাচের প্রাক্তন ছাত্র আমেরিকা প্রবাসী এম এ মান্নান রতন জমিদার ভিডিও কলে প্রাক্তন ছাত্র/ছাত্রী ও বন্ধু বান্ধব সকলের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের সঙ্গে ভালো কাজে পাশে থাকার আশ্বাস দেন ।
অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত সময় কাটান প্রাক্তন ছাত্র/ছাত্রীগণ । এবারই প্রথম এতো বড়ো আনুষ্ঠানিকভাবে পুনর্মিলনী পালন করা হয়। প্রাক্তন শিক্ষার্থীগণ এইধরনের অনুষ্ঠান পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ও তাদের অনুভূতি এবং স্মৃতিচারণ করেন।
এসময় প্রয়াত বন্ধু বান্ধব, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়। স্মৃতিচারণ পর্বের পর প্রীতিভোজ শেষে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এসএসসি ৮৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
#BDC_News71/
#বিডিসি_নিউজ৭১/