আলমডাঙ্গা প্রতিনিধি : আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শেখ হাসিনার সরকার বার বার দরকার, এই স্লোগানকে সামনে রেখে শান্তি ও উন্নয়ন সমাবেশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যার দিকে চিৎলা ইউনিয়নের নওদা হাঁপানিয়া গ্রামে শান্তি ও উন্নয়ন সমাবেশ উপলক্ষে মতবিনিময় সভা ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শমসের মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ্ আব্দুল বাতেন। তিনি বলেন বাংলাদেশ আওয়ামীলীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে, দেশে-বিদেশে জামাত বিএনপি নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে, তারা দেশের উন্নয়ন চায়না, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য নানা অপকৌশল অবলম্বন করে চলেছে, তারা দেশের মধ্যে পূর্বের ন্যায় আগুন সন্ত্রাস চালিয়ে পুলিশ মেরে জনগণের জান মালের ক্ষতি করে আগুন সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, তাদেরকে প্রতিহত করতে হবে এবং দাঁতভাঙ্গা জবাব দিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জামাত বিএনপি’র সকল ষড়যন্ত্র রুখতে হবে, মনে রাখবেন ঐক্যের কোন বিকল্প নেই, তাই সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হবে। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম আলী, ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক বাবু আশুতোষ বিশ্বাস, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী ভুট্টো, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহসিন আলী, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল হান্নান, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, হাঁপানিয়া গ্রামের আব্দুস সাত্তার চিৎলা গ্রামের আবুল হোসেন, হারুন অর রশিদ, নান্টু মিয়া, আব্দুল্লাহ, জিয়ারুল, সাগর, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জমির আলী চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সোহেল শাহ্ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা চাষী স্বপন মিয়া ।শ