প্রচ্ছদ » জাতীয় » প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- ষ্টাফ রিপোর্টার:গত ২৫/০২/২০২১ খ্রি : তারিখে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময়, অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘ধামইরহাটে স্ত্রীর পরকিয়া ঠেকাতে তালাক প্রদান, স্ত্রী কর্তৃক স্বামির বাড়ি ভাংচুর – লক্ষাধিক টাকার ক্ষতি, শিরোনামেংও প্রকাশিত সংবাদটি আমারঢঢ দৃষ্টিগোছর হয়ছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি প্রকাশিত উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত ঘটনা, অভিযোগকারী ইউনুছ আলী আমার স্বামী বটে। তার ঔরশজাত দুটি কন্যা সন্তান আমার কাছে লালিত হচ্ছেও বটে। আমার স্বামী তার প্রথম সংসার জীবনে ১ কন্যা সন্তানের জনক হয় এবং স্ত্রীকে সন্দেহ করার কারনে তার ১ম স্ত্রীকেও অন্যায়ভাবে মারপিট সহ তালাক প্রদান করে বাড়ী থেকে বিতারিত করেন। এই বিষয়টি গোপন রাখিয়া ইউনুছ আলী আমার পরিবারের নিকট আমাকে বিবাহের প্রস্তাব দিলে আমি বাবা- মায়ের অবাধ্য না হয়ে সরল মনে ইউনুছ আলীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হই। কিন্তুু বিবাহের পর থেকেই আমার স্বামী ইউনুছ আলী তার ১ম স্ত্রী ন্যায় আমার উপরও অত্যাচার শুরু করে, সংসার জীবনে আমাদের দুটি কন্যা সন্তান জন্মলাভ করে। মেয়েদের সুখের কথা ভেবে সত অত্যাচার স্বামির সংসার করে যাচ্ছি। এমতাবস্থায় আমার দুই কন্যা সন্তানের নামে বসতভিটা ১১ শতাংশ ও অন্যান্য অংশে ১ একর সোয়া আটানব্বই শতক জমি রেজিষ্ট্রি সম্পাদন করিয়া দেন। আমাকেও ৮০ শতাংশ জমির মদ্ধে ৬৯ শতাংশ জমি আমার স্বামী অন্যত্র বিক্রয় করিয়াছেন। যা আইনত অপরাধ।
সর্রশেষ ২৩ ফেব্রুয়ারী’২০২১ তারিখে আমার মেয়েদের নামে থাকা বসতভিটার অংশ অন্যত্র বিক্রয়ের জন্য রাতের আধারে স্হাপনা তৈরির খবর পেয়ে আমি ও আমার দুই মেয়েসহ বাধা প্রদান করি।আমি কারও বাড়ী ভাংচুর বা অন্যের সম্পত্তিতে হামলা করিনি, আমি একজন আইনমান্যকারী নিরীহ নারী। বর্তমানে ৭ মাস ধরে আমি বাবার বাড়ীতে অবস্থান করছি। আমার সন্তানদ্বয়ের কোন ভরন- পোষণ বাবা হিসেবে ইউনুছ আলী দেন না। আমি স্ত্রী হিসেবে আমার সন্তানদের যথাযথ পিতৃত্বের স্বীকৃতি চাই।
তাই সাংবাদিকদের ভূল তথ্য সরবরাহ হওয়ায় আমি উক্ত খবরের তীব্র প্রতিবাদ জানাই এবং সমাজের সকল মুরুব্বি, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সকলের কাছে সহযোগিতা কামনা করছি।
প্রতিবাদকারী
মোসা: সুফিয়া বেগম
পিতা- আব্দুস সামাদ সাং-রামচন্দ্রপুর,ধামইরহাট,নওগাঁ
Total Page Visits: 965 - Today Page Visits: 1