আজ বুধবার ⮞ ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ⮞ ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
  • চান্দগাঁও শফি মুন্সী জামে মসজিদের উন্নয়নে ১০ লাখ টাকা অনুদান প্রবাসী ব্যবসায়ী ও দানবীর ইয়াকুব সৈনিকের : সংবর্ধনা প্রদান
  • প্রবাসীদের কল্যাণে নতুন কর্মপরিকল্পনা : চট্টগ্রামে সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে আলহাজ্ব ইয়াকুব সুনিকের মতবিনিময় সভা
  • ফরিদপুর বোয়ালমারীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পক্ষে পাঁচ শতাধিক কম্বল বিতরণ
  • পবিত্র কুরআনের হাফেজ হলেন ১০ বছরের শিশু ফাহমিদা জান্নাত ইভা
  • চুয়াডাঙ্গাতে ১০ বোতল বিলাতি মদ সহ ০১ জন আসামী আটক
  • লামায় ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
  • আলমডাঙ্গার চিৎলায় শান্তি ও উন্নয়ন সমাবেশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • যশোরের শার্শায় সড়ক দৃর্ঘটনায় নিহত১
  • চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-পাখিভ্যান মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
  • দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন এপেক্স কমিটির অর্ধ বার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত
  • প্রবাসীদের কল্যাণে নতুন কর্মপরিকল্পনা : চট্টগ্রামে সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে আলহাজ্ব ইয়াকুব সুনিকের মতবিনিময় সভা

    রাসেল আহমেদ, সাংবাদিক, বিডিসি নিউজ৭১│

    বাংলাদেশি প্রবাসীদের সেবামুখী উন্নয়ন কাঠামো ও দেশ–বিদেশে বিনিয়োগ সম্প্রসারণে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী নেতা ও উদ্যোক্তা আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সুনিক। শুক্রবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের সাম্পান রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ পরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরেন।

    সভায় তিনি বলেন, বিদেশে থাকা লাখো প্রবাসী শুধু রেমিট্যান্স পাঠান না—তারা দেশের অর্থনীতি, সম্ভাবনা ও আন্তর্জাতিক সম্মান বহন করেন। তাই তাদের নিরাপত্তা, সম্মান এবং সেবা নিশ্চিত করা সময়ের দাবি।

    সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ সময় ধরে বিভিন্ন সংগঠন ও মানবিক উদ্যোগের নেতৃত্বে রয়েছেন তিনি। বর্তমানে তিনি চট্টগ্রাম উন্নয়ন পরিষদ (UAE)-এর সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন দুবাইয়ের সাধারণ সম্পাদক, ফিউচার হোমস রিয়েল এস্টেটের চেয়ারম্যান এবং কে বি এন সুপার মার্কেটের প্রতিষ্ঠাতা।

    সভায় উপস্থিত ছিলেন—চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, ৭১ টিভির ব্যুরো চিফ সাইফুল ইসলাম শিল্পী, এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান ড. লায়ন সালাহউদ্দিন আলী, সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ, আজকের বিজনেস বাংলাদেশের ব্যুরো চিফ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী ও জাহাঙ্গীর আলম।

    প্রবাসীদের প্রতি আবেগী বার্তায় আলহাজ্ব ইয়াকুব সুনিক বলেন—

    “প্রবাসীরা শুধু অর্থ পাঠান না—তারা পাঠান ত্যাগ, কষ্ট ও স্বপ্ন। তাদের সেবা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

     

    তিনি জানান, প্রবাসী উদ্যোক্তা তৈরি, আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা, বিনিয়োগ সমন্বয় এবং বাংলাদেশ–UAE ব্যবসায়িক সংযোগ আরও শক্তিশালী করতে নতুন প্রকল্প ও কার্যক্রম গ্রহণ করা হবে।

    সভায় ড. সালাহউদ্দিন আলী প্রবাসীদের জন্য মাল্টি–স্পেশালাইজড টেলিমেডিসিন অ্যাপ ‘প্রবাসী স্বাস্থ্যসেবা’ শিগগির চালু করার ঘোষণা দেন। অ্যাপটির মাধ্যমে বিদেশে থাকা বাংলাদেশিরা ভিডিও কলের মাধ্যমে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন।

    মতবিনিময় সভার পর সম্মানিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জনাব ফারুক–ই–আজম-এর সঙ্গে চট্টগ্রামের সাম্পান রেস্টুরেন্টে আলহাজ্ব ইয়াকুব সুনিকের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় আরব আমিরাতে চট্টগ্রাম উন্নয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে জানালে উপদেষ্টা মহোদয় আন্তরিক প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেন।

    তিনি বলেন—দেশের উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক সুদৃঢ় করা এবং প্রবাসীদের অধিকার রক্ষায় এই ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখে। তিনি প্রবাসীদের অবদানকে দেশের অর্থনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

     

    প্রতিনিধিদের মতে, চট্টগ্রামে অনুষ্ঠিত এ সভা প্রবাসীদের অধিকার সুরক্ষা, মানবিক সেবা সম্প্রসারণ, নীতি সহায়তা, স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

    Total Page Visits: 625 - Today Page Visits: 1

    [corona_world_result]

    Recent Posts