আজ বুধবার ⮞ ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ⮞ ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
  • চান্দগাঁও শফি মুন্সী জামে মসজিদের উন্নয়নে ১০ লাখ টাকা অনুদান প্রবাসী ব্যবসায়ী ও দানবীর ইয়াকুব সৈনিকের : সংবর্ধনা প্রদান
  • প্রবাসীদের কল্যাণে নতুন কর্মপরিকল্পনা : চট্টগ্রামে সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে আলহাজ্ব ইয়াকুব সুনিকের মতবিনিময় সভা
  • ফরিদপুর বোয়ালমারীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পক্ষে পাঁচ শতাধিক কম্বল বিতরণ
  • পবিত্র কুরআনের হাফেজ হলেন ১০ বছরের শিশু ফাহমিদা জান্নাত ইভা
  • চুয়াডাঙ্গাতে ১০ বোতল বিলাতি মদ সহ ০১ জন আসামী আটক
  • লামায় ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
  • আলমডাঙ্গার চিৎলায় শান্তি ও উন্নয়ন সমাবেশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • যশোরের শার্শায় সড়ক দৃর্ঘটনায় নিহত১
  • চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-পাখিভ্যান মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
  • দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন এপেক্স কমিটির অর্ধ বার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে বেতনসহ ঈদ উৎসবের দাবিতে সাথী সামাজিক উন্নয়ন সংস্থার কর্মীদের বিক্ষোভ

    সাইদুর রহমানঃচুয়াডাঙ্গা সদরের ভালাইপুর মোড়ে সাথি সামাজিক উন্নয়ন সংস্থার নামে সাইন বোর্ড লাগিয়ে দির্ঘদিন ধরে রিন কার্যক্রম ও পন্য সাপ্তাহিক কিস্তির বিতরন করে কার্যক্রম পরিচালনা করে আসছিল।         সরকার করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে মাঠ পর্যায় থেকে লোনের টাকা না তোলার বিষয়ে সিদ্ধান্ত নিলে গত এক মাসের মাথায় সংস্থাটির নির্বাহী পরিচালক, কারো বেতন দেবেনা ঘোষনা দিলে, সংস্থাটির ৩টি ব্রাঞ্চের কর্মিরা একত্রে

    হয়ে ভালাইপুর মোড়ের অবস্থিত প্রধান কার্যলয়ে উপস্থিত হয়ে অফিস ঘেরাও করে বকেয়া বেতন সহ ঈদ উৎস দেওয়ার দাবী জানাতে থাকে।
    জানাগেছে সাথি সামাজিক উন্নয়ন সংস্থাটি দির্ঘদিন ধরে ভালাইপুর মোড়ে প্রধান কার্যলয় করে জেলার ভগিরতপুর ও আট কবর এলাকায় আরো দুটি ব্রাঞ্চ খুলে দির্ঘদিন ধরে রিন কার্যক্রম ও পন্য সাপ্তাহিক কিস্তিতে টাকা তুলতে এ কার্যক্রম পরিচালনা করে আসছিল।
    এদিকে সরকারি ভাবে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে মাঠ পর্যায় থেকে লোনের টাকা না তোলার বিষয়ে সিদ্ধান্ত নিলে গত এক মাসের মাথায় সংস্থাটির নির্বাহী পরিচালক মোনাজাত হোসেন, কারো বেতন দেবেনা ঘোষনা দিলে, সংস্থাটির ৩টি ব্রাঞ্চের কর্মিরা একত্রে সংস্থার প্রধান কার্যালয় ভালাইপুর মোড়ে উপস্থিত হয়ে অফিস ঘেরাও করে বকেয়া বেতন সহ ঈদ উৎস দেওয়ার দাবী জানাতে থাকে।
    বকেয়া বেতন ও ঈদ বোনাজ না দেওয়ার বিষয়ে সংস্থার প্রধান কার্যালয় ম্যনেজার হায়দার আলী ও ভগিরথপুর ব্রাঞ্চের ম্যনেজার মিজানুর রহমান বলেন করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের সাধারন ছুটি ভোগ করেছি, অথচ সংস্থার নির্বাহী পরিচালক কোন নোটিশ ছাড়াই ছুটি চলাকালিন বেতন ও ঈদ উৎস দেবেনা বলে জানান। তিনারা সহ সংস্থার আরো ১২-১৩ জন কর্মি দাবী করেন যতক্ষণ পর্যন্ত আমাদের বেতন বা ঈদ উৎস না দেবে আমাদের আন্দলন অব্যহত থাকবে।
    এদিকে সংস্থাটির নির্বাহী পরিচালক মোনাজাত হোসেন বলেন যেতেতু আমার সংস্থাটি ছোট সংস্থা, রিনের টাকা ও সাপ্তাহিক কিস্তিতে পন্যবিক্রির লভ্যাংশের টাকা দিয়ে তাদের বেতন দিতাম, এদিকে সরকারি ভাবে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে মাঠ পর্যায় থেকে লোনের টাকা না তোলার বিষয়ে সিদ্ধান্ত দিলে আমরা কোন টাকা ফিল্ড থেকে আদায় করছিনা, যার ফলে আমার পক্ষে বেতন দেওয়া সম্ভব নয়, তার পরও বোনাজটি দেওয়ার বিষয়ে ভেবে দেখবো। তিনি আরো বলেন গত মাসের বেতন দিয়ে এই পরিস্থিতিতে বেতন দিতে পারবোনা জানিয়ে সকলকর্মিকে অন্যকোন প্রতিষ্ঠানে কাজ খোজার পরামর্শ দেন বলে তিনি জানান।
    Total Page Visits: 477 - Today Page Visits: 1

    [corona_world_result]

    Recent Posts