প্রচ্ছদ » জাতীয় » সোনারগাঁয়ে জিন্না চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে ত্রান বিতরণ
সোনারগাঁয়ে জিন্না চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে ত্রান বিতরণ
সাইফুল খান,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
মুজিব শতবর্ষ উপলক্ষে করোনা কালীন অসহায়ত্ব মানুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে চাল,ডাল ও তেল ত্রাণ সামগ্রী বিতরণ করেন ।
বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার বঙ্গবন্ধু আধুনিক লাইব্রেরীর মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
করোনায় অসহায়ত্ব ৬শ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।
চলতি মহামারী করোনায় সনমান্দী ইউনিয়নের অসহায় মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছি । এ ধারাবাহিকতায় এখনো ত্রাণ সামগ্রী বিতরন অব্যাহত রেখেছি। অনুরুপ ভাবে ভবিষ্যতেও অত্র ইউনিয়নের অসহায় মানুষের পাশে থেকে সেবা প্রদান করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করছি। সনমান্দী ইউপি চেয়ারম্যান, জাহিদ হাসান জিন্নাহ, প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি,অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, আঃলীগ নেতা হাজ্বী মো.জসিম উদ্দিন চৌধুরী, শ্রমিকলীগ নেতা কামরুল ইসলাম বাবুল, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন, কৃষকলীগ নেতা মো. জামাল হোসেন ও শাহিনা মেম্বার ও অন্যান্য মেম্বারসহ অত্র ইউনিয়নে শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Total Page Visits: 2622 - Today Page Visits: 1