স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, দুবাইয়ে গ্রেপ্তার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।আজ শনিবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর স্বামীবাগ এলাকার লোকনাথ মন্দিরে শারদীয়া দুর্গা পূজার মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, জিসানের বিরুদ্ধে হত্যা মামলাসহ দেশে ১১টিরও বেশি মামলা রয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত আইনের মুখোমুখি করা হবে।তিনি বলেন, শুধু শীর্ষ সন্ত্রাসী জিসানই নয়, অপরাধী যেই হোক, কোনও ছাড় পাবে না। আজ হোক, কাল হোক— শাস্তি তাকে পেতেই হবে। এখনো যারা ইন্টারপোলের তালিকায় রয়েছে, বাকিদেরও এভাবে গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা হবে।সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ২০০৯ সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, সেসময় ২৪ হাজার মণ্ডপে পূজা হতো। এবার প্রায় ৩২ হাজার মণ্ডপে পূজা হচ্ছে। বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, তার কন্যা সেই পথেই চলছেন। আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে উদযাপন করি ও করবো। ধর্ম যার যার উৎসব সবার। সেভাবে ধর্ম যার যার রাষ্ট্রও সবার। তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ তার বড় প্রমাণ গত ১০ বছরে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে যার যার ধর্মীয় উৎসব পালন করছেন। এতে কোনও বিশৃঙ্খলা ঘটেনি। তবে কেউ যদি ধর্মকে কেন্দ্র করে কোনও সাম্প্রদায়িক উসকানির চেষ্টা করে, তা সহ্য করা হবে না। কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।