আজমুল হক রাসেল : চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘরবন্দি অসহায় ১শ’ পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ করেছে এম এ মান্নান রতন জমিদারের এনজিও সংস্থা “ঐশিকা”।
জানা যায়, সোমবার উপজেলার থানাপাড়া, বাদেমাজু, বিনোদপুর ও ডাউকি গ্ৰামের ১শ’ টি পরিবারের মাঝে সংস্থাটির সম্পাদক মোছাঃ ডলি খাতুন, কোষাধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আফাজ উদ্দিন এছাড়াও মোঃ আশরাফুল কবির, মোঃ হাকিম উদ্দিন এবং ৯ নং ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ ওয়াজেত আলী ও সাংগাঠনিক সম্পাদক মোঃ নাজমুল হুসাইনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে এ ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
“ঐশিকা” এনজিও সংস্থার প্রেসিডেন্ট আমেরিকা প্রবাসী এম এ মান্নান রতন জমিদার বলেন, পরবরর্তীতে সমগ্র উপজেলার সব ইউনিয়ন এবং পৌরসভায় করোনা প্রভাবে কাজ হারানো খেটে-খাওয়া ও অসহায় দুস্থ পরিবারগুলোর মাঝে আমার এনজিও “ঐশিকা” পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।