আরিফুল ইসলাম : মানবিক ফাউন্ডেশন প্রিয় শহর চুয়াডাঙ্গার উদ্যোগে ২৮ই জুন বুধবার চুয়াডাঙ্গা বড় বাজার, রেল স্টেশন সহ শহরের বিভিন্ন স্থানে গরীব অসহায় হতদরিদ্রের মাঝে এম এ রাজ্জাক খান রাজের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ফয়সাল বিশ্বাস অন্তর, প্রিয় শহর চুয়াডাঙ্গার প্রধান এডমিন যুবরাজ, মৌটুসী আক্তার মৌও, আফরোজা, জারা, সানজিদা, জুলেখা, রয়েল, সালমান সহ মানবিক ফাউন্ডেশনের সদস্য বৃন্দুরা।
মানবিক ফাউন্ডেশনের সদস্যদের উদ্দেশ্যে চুয়াডাঙ্গার কৃতি সন্তান জনমানুষের বন্ধু এম এ রাজ্জাক খান রাজ বলেন, তোমরা এই বৃষ্টির মধ্যে দূরদূরান্ত থেকে এসে অসহায় মানুষদের সাহায্য করার জন্য কাজ করছো, তোমাদের মধ্যে আমি একটি সুন্দর বাংলাদেশ দেখতে পারছি। আমি চাই তোমরা তোমাদের এই মহৎ উদ্দেশ্য সাধনে এগিয়ে যাও। আমি তোমাদের এই কাজ আমি সন্তুষ্ট, আমার পক্ষ থেকে সবসময় তোমাদের জন্য ভালোবাসা থাকবে।
প্রিয় শহর চুয়াডাঙ্গার প্রধান এডমিন যুবরাজ বলেন, আমরা এখানে সবাই শিক্ষার্থী, তারপরও আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের সংগঠনের পাশে চুয়াডাঙ্গার কৃতি সন্তান জনাব এম এ রাজ্জাক খান রাজ চাচাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। চাচার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা।