ষ্টাফ রিপোর্টার: নওগাঁর ধামইরহাটের সেমান্তঘেরা গ্রাম কাউটিপাড়ার মোঃ এনামুল হকের সন্তান মো: আলামিন রেজার উপরে অভিযোগ এনেছেন একই গ্রামের কয়েকজন হোমড়া, চোমড়া ব্যাক্তি। তারা হলেন মোঃহাফিজউদ্দিনের ছেলে আক্তারুজ্জামান, নছির উদ্দিনের ছেলে আবু সাত্তার।
তাদের অভিযোগ একই গ্রামের মো: লেবুর স্ত্রী মোসা: সুলতানা বেগম ৬ মাসের অন্তঃসত্বা আর এই সন্তানের জনক হচ্ছে আলামিন রেজা। এই সন্তানের ডেলিভারি ও ভরন পোষণ বাবদ আলামিন রেজার পরিবারকে দিতে হবে প্রায় ১০ লক্ষ টাকা।
অপরদিকে আলামিন রেজার পরিবার ও প্রতিবেশীদের দাবি ছেলে আলামিন রেজা গত ১০-১১ বছর যাবৎ পার্শবর্তী দেশ ভারতে পাড়ি জমিয়েছেন।
আর এই ১০-১১ বছরের মদ্ধে তিনি কখোনো বাংলাদেশে আসেন নি।