ষ্টাফ রিপোর্টার নাজমুল ::: চুয়াডাঙ্গা জেলার কয়েকটা গ্রামের ৬ তরুণ আরিফ, সাজেদ, তমাল, রহমান, আশরাফুল ও নাজমুল জেলার অন্যান্য তরুণদের মতোই পড়াশোনা আর ভবিষ্যৎ চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত। তারা এর পাশাপাশি চুয়াডাঙ্গার প্রত্তন্ত অঞ্চলের গরিব দুঃখি অসহায় মানুষদের সাহায্যে নিজেদের নিবেদিত করার জন্য গড়ে তোলে একটি সেবা মূলক সংস্থা যার নাম দেই “নিঃস্বার্থ”। বেশ কয়েক বছর ধরে তারা বন্ধুরা মিলে নিজেদের প্রচেষ্টা আর কিছু মহানুভব ব্যক্তির সহযোগিতায় ঈদের সময় দুস্থ মানুষদের বিভিন্ন ভাবে সাহায্য করে চলেছে। দুঃস্থ অসহায় গরিব শীতার্তদের মধ্যে শীত বস্ত্র, কম্বল ইত্যাদি বিতরণ করে আসছে নিয়মিত। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে। তরুণ বন্ধুদের এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ রাজনীতি মুক্ত সেবামূলক প্রতিষ্ঠান। তাদের এই কার্যক্রমের মাধ্যমে তারা সমাজের কিছু দুঃস্থ মানুষদের যেমন সাহায্য করছে ঠিক তেমনি ভাবে কিছু মানুষকে অনুপ্রেরণা জাগাচ্ছে মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য। “নিঃসার্থ” সংস্থার একমাত্র স্লোগান “মানুষ মানুষের জন্য”