ধামইরহাটে ঝড়েপড়া শিশুদের শিক্ষাদানে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে ধামইরহাট উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নওগাঁর সহযোগিতায় ৮ থেকে ১৪ বছর বয়সী স্কুল থেকে ঝড়ে পড়া বা নিরক্ষরদের শিক্ষাদান বিষয়ক অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ইউএনও গনপতি রায়। কর্মশালায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী কর্মসূচি বাস্তবায়নকারী সংস্থা এনজিও কারিতাসের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। এ সময় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নওগাঁর সহকারী পরিচালক দিলীপ কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম রব্বানী, ১নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার দ্বিপক এক্কা, জেলা প্রোগ্রাম অফিসার আবুল বাশার মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। পরে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের রুপরেখা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে উপস্থাপন করা হয়।