প্রচ্ছদ » সারাবাংলা » দামুড়হুদা কুড়ালগাছির ঠাকুরপুরের দুই গরু পাচারকারী ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের আঘাতে মারাত্মক জখম
দামুড়হুদা কুড়ালগাছির ঠাকুরপুরের দুই গরু পাচারকারী ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের আঘাতে মারাত্মক জখম
আশরাফুজ্জামান রনিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের মৃতঃ সামাদ তরফদার এর ছেলে বাবু ওরফে কালু (৩৫) ও মৃতঃ ইছা মল্লিক এর ছেলে কদম (৩০) এলাকাসূত্রে চিন্হিত গরু পাচারকারী গতকাল ২৬ জুন ২০২০ ইং রোজ শুক্রবার সন্ধার সময় প্রতিদিনের মদত ঠাকুরপুর গ্রামের সীমান্ত পার হয়ে ভারতের শিমুলিয়া গ্ৰাম হতে গরু পাচারকালে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে ধরা পড়ে ওই সময় বিএসএফ ওই দুই গরু পাচারকারীকে চরম ভাবে মারপিট সহ বিভিন্ন ভাবে শারিরীক নির্যাতন করে বাংলাদেশের সীমান্ত এলাকায় ফেলে রেখে যায়, খবর পেয়ে তাদের পরিবারের লোকজন জখম অবস্হায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যায় বলে তাদের পরিবার সূত্রে জানা যায়।
এ বিষয়ে ঠাকুরপুর বিজিবি ক্যাম্প কমান্ডারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,” কদমের বিষয়টি আমার জানা নাই তবে বাবু ওরফে কালুকে জখম অবস্হায় উদ্ধার করে এলাকার লোকজন আমার ক্যাম্পে ধরাধরি করে নিয়ে আসে ওই সময় বাবু ওরফে কালুর অবস্হা খুবই আশংকাজনক ছিলো বিধায় তার পরিবারের লোকজন দ্রুত চিকিৎসার জন্য আমার কাছে অনুরোধ করলে আমি সিও স্যারকে জানিয়ে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে বলি, আর এ ব্যাপারে পরে আমরা তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো বলে তিনি জানান।”
এই বিষয় নিয়ে এলাকাবাসী অভিযোগ করে বলে, কালু ও কদম এলাকার চিন্হিত গরু পাচারকারী, শুধু এরাই নয় ঠাকুরপুর গ্রামের আরো অনেক বড় বড় গডফাদার আছে যারা প্রতিদিন শত শত গরু ভারত থেকে পাচার করে নিয়ে আসে, গরু পাচারকারী কালু ও কদমকে আইনের আওতাই আনলেই বেরিয়ে আসবে আরো গরু পাচারকারী গডফাদারদের নাম।
তাই, এই কালু ও কদমকে গ্রেফতার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক বলে এলাকাবাসী চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় ও ৬ বিজিবির কমান্ডিং অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বলে জানা যায়।
#BDC_News71/
#বিডিসি_নিউজ৭১/
Total Page Visits: 1469 - Today Page Visits: 1