এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:
যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ আল আমিন @ সিহাব (২০) নামের এক আসামিকে আটক করেছে। আটককৃত সিহাব চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা (নতুন পাড়া) গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
শুক্রবার (২৩শে অক্টোবর) বিকাল আনুমানিক ৪টার সময় তাকে আটক করা হয়। ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি পুলিশের ওসি সোমেন দাশের নেতৃত্বে একদল ডিবি পুলিশ কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সাধন সরকারের ডিপার্টমেন্টাল
স্টোর এর সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আল আমিন @ সিহাব নামের এক আসামিকে আটক করে তার দখল হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৮০ বোতল ফেন্সিডিল। আটককৃত আসামির বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সোমেন দাশ।