আজ মঙ্গলবার ⮞ ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ⮞ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
  • ফরিদপুর বোয়ালমারীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পক্ষে পাঁচ শতাধিক কম্বল বিতরণ
  • পবিত্র কুরআনের হাফেজ হলেন ১০ বছরের শিশু ফাহমিদা জান্নাত ইভা
  • চুয়াডাঙ্গাতে ১০ বোতল বিলাতি মদ সহ ০১ জন আসামী আটক
  • লামায় ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
  • আলমডাঙ্গার চিৎলায় শান্তি ও উন্নয়ন সমাবেশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • যশোরের শার্শায় সড়ক দৃর্ঘটনায় নিহত১
  • চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-পাখিভ্যান মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
  • দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন এপেক্স কমিটির অর্ধ বার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত
  • প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ওষুধ, থেরাপি, সাধারন চিকিৎসা, অন্তর্ভুক্তিমুলক স্বাস্থ্য ও পূণবার্সন সেবা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত।
  • আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
  • ট্যুরিজমের উপর আন্তর্জাতিক ই-সিম্পোজিয়াম অনুষ্ঠিত হল আইইউবিএটিতে

    শাহাদাত হোসেন শাকিল :

    ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড  টেকনোলজির (আইইউবিএটি)ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদের  কর্তৃক আয়োজিত ‘কারেন্ট ইস্যু ইন ট্যুরিজম’শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম সফলভাবে সম্পন্ন হয়েছে।শুক্রুবার, অক্টোবর ১৬, সকাল ১০টায় ই- সিম্পোজিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রব।

    সিম্পোজিয়ামে পাঁচটি মহাদেশের ১২টি দেশের ট্যুরিজমের স্কলাররা অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পাশাপাশি তাঁদের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ ছাড়া বিভিন্ন দেশের ২৮৪ জন নিবন্ধিত অংশগ্রহণকারী এতে যুক্ত ছিলেন।

    অতিথিদের মধ্যে অন্যতম বক্তা ছিলেন  অধ্যাপক ডক্টর কলিন মাইকেল হল,ইউনিভার্সিটি অফ ক্যান্টারবুরী,নিউজিল্যান্ড, অধ্যাপক ডক্টর মিখাইল তোয়ানুগ্লু,ওসং ইউনিভার্সিটি,সাউথ কোরিয়া,অধ্যাপক ডক্টর নোয়েল স্কট,ইউনিভার্সিটি অফ দা সানসাইন কোস্ট,অস্ট্রেলিয়া,অধ্যাপক ডক্টর সারি,আন্দালাস ইউনিভার্সিটি,ইন্দোনেশিয়া  অধ্যাপক ডক্টর ইয়ানা ওয়েনগেল,হাইনান ইউনিভার্সিটি,চায়না, অধ্যাপক ডক্টর এরদোগান একিজ,মোহাম্মদ সিক্স পলিটেকনিক ইউনিভার্সিটি,মরক্কো, অধ্যাপক ডক্টর জিৎ দোগরা,ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্যুরিজম এন্ড ট্রাভেল ম্যানেজমেন্ট,ভারত, প্রফেসর ডক্টর দিমিত্রিওস বুহালিস, ব্রুনমাউথ ইউনিভার্সিটি,ইউনাইটেড কিংডম, প্রফেসর ডক্টর চিহান চোবানোগ্লু,সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, প্রফেসর ডক্টর আলফনসো ভারগাস সানচেজ,ইউনিভার্সিটি অফ হুয়েলভা,স্পেন,প্রফেসর ডক্টর ছেলিয়া রামোস,ইউনিভার্সিটি অফ আলগার্ভ,পর্তুগাল ,প্রফেসর ডক্টর আইসেন এরকান ইস্তিন,ইউনিভার্সিটি অফ শিরনাক,তুরস্ক, এছাড়াও বাংলাদেশ থেকে পাটা’র চেয়ারম্যান শাহিদ হামিদ এবং হোটেল সিক্স সিজন এর  জেনারেল ম্যানেজার মো আল আমীন।

    বক্তরা তাদের বক্তব্যে সারা করোনা পর্বরতী সময়ে বিশ্বের পর্যটনের বিকাশ এবং উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা আরো উল্লেখ করেন পর্যটনের,দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে আর্থ-সামাজিক অবস্থার উন্নতিকল্পে এদেশের তরুণ এবং যুব সমাজকে দক্ষ প্রশিক্ষণের দ্বারা যুগোপযুগী ও মানসম্মত পর্যটন সেবা নিশ্চিত করার মাধ্যমে সুদূরপ্রসারী ভূমিকা রাখতে হবে।

    ই-সিম্পোজিয়ামে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  আইইউবিএটির উপ উপাচার্য  অধ্যাপক হামিদা আখতার বেগম এবং স্বাগত বক্তব্য রাখেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদের সহকারী অধ্যাপক ও কোঅর্ডিনেটর ফারজানা আল ফেরদৌস। এছাড়াও পর্যটনের বিভিন্ন বর্তমান প্রেক্ষাপট নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদের  চেয়ারম্যান সহকারী অধ্যাপক শেখ এরশাদ হোসেন।

    সমাপনী দিন ১৭ অক্টোবর আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস ই-সিম্পোজিয়ামের আমন্ত্রিত সকল অতিথি,বক্তা, অংশগ্রহণকারী এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন।

    দুইদিন ব্যাপী অনুষ্ঠিত ই-সিম্পোজিয়ামের সঞ্চালনা করেন আইইউবিএটির কলেজ অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইউসুফ হোসেন খান।

    Total Page Visits: 1839 - Today Page Visits: 2

    বিশ্বজুড়ে করোনাভাইরাস

    বাংলাদেশে

    আক্রান্ত
    সুস্থ
    মৃত্যু

    বিশ্বে

    আক্রান্ত
    সুস্থ
    মৃত্যু

    Recent Posts