ষ্টাফ রিপোর্টার নাজমুল ::: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাত্র ১২০টাকা পরিক্ষার ফ্রি দিতে না পারায় বিনা নামের ষষ্ঠ শ্রেণীর এক পরিক্ষার্থী আত্তহত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। নিহত বিনা উপজেলার জোড়াদাহ ইউনিয়নের বাগআছড়া গ্রামের বকুল’র মেয়ে। বিনার মা বিডিসি নিউজ৭১-কে বলেন, আমার তিন ছেলেমেয়ে যার দুইটা এতিম খানায় পড়ে । আর এ মেয়েটাকে আমার কাছে রাখি,কিন্তু রবিবার সকালে বিনা পরীক্ষার টাকা চাইলে ঘরে কোন টাকা না থাকায় প্রতিবেসীর কাছে ধার চাইতে গেলে ফিরে এসে দেখি বিনা গলাই ফাঁস নিয়েছে। এসময় তিনি আরো বলেন, স্কুলের মাস্টাররা নতুন নিয়ম চালু করায় আমার মেয়ে সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বিনা’র আত্তহত্যা । এ ব্যাপারে কুষ্টিয়া ইবি থানা পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মানোয়ার হোসেন জানান, সে আমার স্কুলের শিক্ষার্থী কিন্তু সে উপবৃত্তি পাই কিনা তা আমার জানা নাই। এদিকে স্কুলের প্রধান শিক্ষকের এমন হতাশা জনক কথার কারণে ক্ষুদ্ধ এলাকাবাসী। এসময় তারা বলেন,যদি মেয়েটি স্কুল থেকে সামান্যটুকু সহযোগিতা পেতো তাহলে আর আত্তহত্যার পথ বেচে নিতে হত না। আর যেন সরকারী নিয়ম অমান্য করে দেশের কোন প্রতিষ্ঠান নিজেদের মনগড়া নিয়ম চালু করতে না পারে সেদিকে কর্তৃপক্ষের সজাগদৃষ্টি কামনা জোরালো ভাবে দাবি করেছে এলাবাসীরা।