শুকুর আলী ::: গত ১৭ই মার্চ ২০২৩ ইং রোজ শুক্রবার বিকাল ০৩ ঘটিকার সময় মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ০৫ নম্বর তিল্লী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান-এর জন্মদিন উপলক্ষে পূর্ব চরতিল্লী বাজার সংলগ্ন একটি চার তলা ভবন বিশিষ্ট প্রাথমিক বিদ্যালয়, দ্বিতল ভবন বিশিষ্ট একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি ব্যরেজের শুভ উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জনাব মোঃ জাহিদ মালেক স্বপন, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশ এবং জাতি পৃথিবীর মানচিত্রে এক অনন্য উচ্চতায় পৌছে গেছে, আমরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়েছি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেত্রীবৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ০৫ নম্বর তিল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শরিফুল ইসলাম ধলা।