বিডিসি নিউজ৭১ ডেস্ক ::: চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের মাঝে ঔষধ, টিউশন ফি, মাক্স ও হেন্ড সেনিটাইজার বিতরণ করা হয়েছে। গতকাল ২৪শে জুন ২০২০ ইং সকাল সাড়ে ১০ টার দিকে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডশনের সহযোগিতায় সংস্থার মিটিং রুমে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে ঔষধ, টিউশন ফি, মাক্স ও হেন্ড সেনিটাইজার বিতরণ অনুষ্ঠানে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিনের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্রেন্ট ফিজিও থেরাপিষ্ট নুর আলম আকাশ, গ্রামিন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান লিপু, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাঞ্চন। স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার পিআরপিডি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ইউনুস আলী। সহযোগিতায় ছিলেন সংস্থার সহ সমন্বয়কারী আসাদুজ্জামান ও মহিবুল হাবীব।
#BDC_News71/
#বিডিসি_নিউজ৭১/