চুয়াডাঙ্গা প্রতিনিধি ::: চুয়াডাঙ্গায় তিন বস্তা ফেনসিডিলসহ আশরাফ আলী(৭০) নামে এক বৃদ্ধ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ।
জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের মাঝের পাড়াই আসামীর নিজ বাড়ি থেকে তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশরাফ আলী একই এলাকার মৃত. এলাহী বক্স এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জীবননগর উপজেলায় মাদক রিরোধী অভিযান পরিচালনা করছিলেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ, পিপিএম নেতৃত্বে, উপ পরিদর্শক(এসআই) আবু বক্কর সিদ্দিক, সহকারী উপ পরিদর্শক (এএসআই) রজিবুল হকসহ সঙ্গীয় ফোর্স জীবননগর থানা এলাকার কাশিপুর গ্রামের মাঝেরপাড়াই আসামীর বাড়িতে তল্লাশি চালান। এ সময় রান্না ঘরের সামনে রাাখা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। পরে পুলিশ বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেন। পরবর্তীতে তাকে আদালতে প্রেরন করা হবে বলে জানান থানার পুলিশ।