এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:
রান্না করার কাজ দেওয়ার কথা বলে ডেকে এনে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে দুই নারীকে গণধর্ষণ করা হয়েছে। ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মিলন (৩৫) নামের এক ধর্ষককে। গ্রেফতারকৃত মিলন বোয়ালিয়া গ্রামের আলতাব মণ্ডলের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, বোয়ালিয়া গ্রামের পুটি বিশ্বাসের ছেলে আনোয়ার হোসেন ওরফে সুমন বিয়ে বাড়িতে রান্না করার বাবুর্চির কাজের জন্য চুয়াডাঙ্গার পৃথক দুটি গ্রামের দুই নারীকে হিজলগাড়ি বাজারে আসতে বলেন। তার দেওয়া ঠিকানামতো ওই দুই নারী সোমবার (২৪শে আগস্ট) দুপুরে হিজলগাড়ি বাজারে আসলে সুমনের অপর সহযোগী মিলন তাদেরকে নিজ বাড়ি বোয়ালিয়া গ্রামে নিয়ে যান। পরবর্তীতে সোমবার রাতে মিলনের বাড়িতে ওই দুই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন সুমন, মিলন ও তাদের অন্যান্য আরও কয়েকজন সঙ্গী। ভোরে স্থানীয়দের সহযোগিতায় ওই দুই নারী দর্শনা থানায় এসে অভিযোগ করলে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে মঙ্গলবার সকালে মিলন নামের এক আসামিকে আটক করে দর্শনা থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের আটক করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি (তদন্ত) শেখ মাহাবুবুর রহমান।