চুয়াডাঙ্গা প্রতিনিধি (আহসান আলম, চুয়াডাঙ্গা ) ::: (১৪-১২-১৯ ইং তারিখে)
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পুষ্টে রাজু আহমেদ (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ একই গ্রামের ইমরান হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল সকালে কয়রাডাঙ্গা গ্রামের ক্লাবপাড়ার ইমরান হোসেনের স্ত্রী রুমি খাতুন বাড়ির উঠোনের রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় অসাবধানতায় রান্নাঘরে আগুন লেগে যায়। আগুনে পুড়ে যায় রান্না ঘরে দেয়া বিদ্যুতের তার। পরে শিশু রাজুকে নিয়ে তার মা দ্রুত রান্না ঘর থেকে বের হতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে রাজুর শরীরে বিদ্যুতায়ীত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. শামীম কবীর তাকে মৃত বলে ঘোষনা করেন।
এদিকে, কবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈযদ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।