এ ঘটনায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানাগেছে, আজ বুধবার বেলা ১২ টার দিকে কার্পাসডাঙ্গার পশ্চিমপাড়ার পশু চিকিৎসক আমির হোসেনের ছেলে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনী ছাত্র তুষারকে একই পাড়ার আব্দুল করিম ঠাকুরের ছেলে ছালাম বাটাম দিয়ে মাথায় মেরে রক্তাক্ত আহত করেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়িতে অভিযোগ করে আহত স্কুল ছাত্রের বাবা। এ বিষয়ে আহত তুষার অভিযোগ করে বলেন, আমার কাছে ফুটবল খেলার একটি বল ছিলো ছালাম বলটি চাইলে সেটি দিতে দেরি হওয়ার কারনে আমাকে মারপিট করেছে।
পরে ছালাম প্রাণনাশের হুমকিও দেয়। এ ব্যাপারে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে বলে জানান তুষারের বাবা আমির হোসেন।
#BDC_News71/
#বিডিসি_নিউজ৭১/