চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় উৎসবমূখর পরিবেশে কঠোর নিরাপত্তায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সোমবার সকাল সাড়ে ৯টায় এসএসসি (সাধারণ) বাংলা প্রথমপত্র, এসএসসি (ভকেশনাল) বাংলা দ্বিতীয়পত্র এবং দাখিল কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের মধ্যদিয়ে শুরু হয় পরীক্ষার আনুষ্ঠানিকতা ।
এবার জেলার ৩৯টি কেন্দ্রে মোট ১৩ হাজার ৪’শ ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে ।
অনুপস্থিত ছিলেন ৬৫ শিক্ষার্থী। তবে কোন শিক্ষার্থী বা শিক্ষক বহিস্কারের ঘটনা ঘটেনি।
প্রশ্ন ফাঁস রোধ ও পরীক্ষা নকলমুক্ত করতে কেন্দ্রগুলোর প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সতর্ক অবস্থানে রয়েছে রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এবার ফেসবুকে বা অন্য কোনওভাবে প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা নেই।প্রশ্ন ফাঁসের গুজবে অভিভাবক ও শিক্ষার্থীদের কান না দেওয়ার আহ্বানও জানান জেলা প্রশাসক। সকালে পরিক্ষা কেন্দ্র পরিদর্শনকালীন এসব কথা বলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।