নিজস্ব প্রতিবেদক ::: গত ০২ই জানুয়ারি ২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার বিকাল ০৫:৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে দশ বোতল বিলাতি মদ সহ একজনকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চুয়াডাঙ্গা বিভাগীয় স্টাফদের সমন্বয়ে সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান করে আসামি মো: গাফফার (২৪), পিতা: মো: মশিয়ার রহমান, সাং: শিবনগর মাঝেরপাড়া, থানা: কোট চাঁদপুর, জেলাঃ ঝিনাইদহ ও অপর আরেক পলাতক আসামি মো: রাজিব, পিতা: কলম, সাং: লক্ষ্মীপুর, মাঠপাড়া, থানা: কোটচাঁদপুর, জেলা: ঝিনাইদহকে চুয়াডাঙ্গা সদর থানাধীন কেটেরমাঠ কালুপোল রোড সরোজগঞ্জ যুবরাজ ফাস্টফুড নামক দোকানের পূর্ব পাকা রাস্তার উপর মোটর সাইকেলের সাইডে বাঁধানো একটি প্লাস্টিক ব্যাগের ভেতর হইতে কেরু ব্যান্ডের ১০ বোতল বিলাতি মদ ও ০১ টি লাল রংয়ের TVS ১০০ সিসি মোটর সাইকেল চাবীসহ, যার চেসিস নম্বর PS625MF5L6N24433, ইঞ্জিন নম্বর DF5KL1800878, রেজিস্ট্রেশন নম্বর, ঝিনাইদহ -হ -১৫-৯৬৪৫ সহ আসামিকে গ্রেফতার করা হয়, পরিদর্শক নাজমুল হোসেন খান মামলার বাদী হয়ে উক্ত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।