হুমায়ন আহমেদ : আলমডাঙ্গা চিৎলা ইউনিয়নের চিৎলা বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৫ মার্চ) বিকাল ৩.৩০ মি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় চিৎলা বাজার জামে মসজিদের সভাপতি আজিবার মালিথার সভাপতিত্বে ও ব্যবসায়ী হুমায়ন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন উপায়ের এরিয়া ম্যানেজার মাকসুদুর রহমান মাসুদ চুয়াডাঙ্গা মেহেরপুর চিৎলা বাজার আউটলেটের স্বত্তাধিকারী হুমায়ন আহমেদ নামমুল,শিমুল, নাসিম, ফয়জুল ইসলাম, সাইদুর,ঝন্টু,আরিফুল, রাজু প্রমুখ। এছাড়াও অনুষ্টানে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ শাখার মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তলন, টাকা ট্রাস্নফার, এবং ঋণসহ বিভিন্ন প্রকার ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে অত্র অঞ্চলের মানুষ।